বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৫:২৪ পূর্বাহ্ন
🔸আবু হুরাইরা (রাঃ)থেকে বর্ণিত, রাসুল ও ইরশাদ করেছেন।
مَنْ يُرِدِ اللهُ بِهِ خَيْرًا يُصِبْ مِنْهُ
‘আল্লাহ তাআলা কারও কল্যাণ চাইলে তাকে বিপদ দেন। ‘
(সহিহ বুখারিঃ ৫৬৪৫)
আবু ওয়ালিদ সুলাইমান আল-বাজি (রহঃ) বলেন,
‘আল্লাহ তাআলা রোগ দান করেন, যা তার সুস্থতার ওপর প্রভাব ফেলে;
তার সম্পদ নিয়ে নেন, যা তার প্রচুর্যের ওপর প্রভাব ফেলে;
তাকে চিন্তা দান করেন, যা তার খুশির ওপর প্রভাব ফেলে;
তাকে অসচ্ছলতা দান করেন, যা তার সচ্ছলতার ওপর প্রভাব ফেলে।
এরপর যখন সে সবর করে এবং আল্লাহর নিকট তার বিনিময়ের আশা রাখে, তখন এটাই সেই কল্যাণের কারণ হয়, যা তার জন্য আল্লাহ তাআলা ইচ্ছা করেছেন। ‘
(আল মুনতাকাঃ৪/৩৫৭)
আনাস বিন মালিক (রাঃ) থেকে বর্ণিত, রাসুল (সাঃ) ইরশাদ করেছেন-
إِنَّ عِظَمَ الجَزَاء مَعَ عِظَمِ البَلَاءِ، وَإِنَّ اللَّهَ إِذَا أَحَبُّ قَوْمًا ابْتَلَاهُمْ، فَمَنْ رَضِي فَلَهُ الرَّضا، وَمَنْ سَخِطَ فَلَهُ السَّخَط
‘বিপদ যত বড়, প্রতিদানও তত বড়।
আর আল্লাহ তাআলা যখন কোনো সম্প্রদায়কে ভালোবাসেন, তখন তাদের বিপদে আক্রান্ত করেন।
যে বিপদের ওপর সন্তুষ্টি প্রকাশ করবে, সে আল্লাহর সন্তুষ্টি অর্জন করবে;
আর যে তার প্রতি অসন্তুষ্টি প্রকাশ করবে, সে আল্লাহর অসন্তুষ্টি অর্জন করবে।’
অর্থাৎ যে আল্লাহর পক্ষ থেকে আসা বিপদের প্রতি সন্তুষ্টি জ্ঞাপন করবে, সেই প্রতিদান হিসেবে আল্লাহর সন্তুষ্টি ও বড় সাওয়াব লাভ করবে।
আর রে আল্লাহর পক্ষ থেকে আসা বিপদকে অপছন্দ করবে,
অস্থিরতা প্রকাশ করবে এবং আল্লাহর ফয়সালার ওপর অসন্তুষ্ট হবে,
আল্লাহ তাআলা তার প্রতি অসন্তুষ্ট হবেন এবং কঠিন শাস্তি প্রদান করবেন। কারণ, কেউ খারাপ কাজ করলে তার কর্মফল ভোগ করতে হয়।
হাদিসে বিপদে পতিত হওয়ার পর সবর করার প্রতি উদ্বুদ্ধ করা হয়েছে।
হারাবি (রহঃ)বলেন,
‘অন্যতম নেক আমল হলো বিপদকে এমনভাবে লুকিয়ে রাখা, যেন মানুষ মনে করে তার ওপর কখনো কোনো বিপদই আসেনি।
বিপদগ্রস্ত হওয়ার প্রথম দিনেই বুদ্ধিমান লোক সেই কাজটি (সবর) করে,
যা নির্বোধ কয়েকদিন পরে করে।
আর যে বুদ্ধিমানদের মতো (প্রথম দিনেই) ধৈর্য ধরে না, সে চতুষ্পদ জন্তুদের মতো বিপদ কেটে যাওয়ার মানসিক সুখ ছাড়া আর কিছুই পায় না।
أتصبر للبلوى عزاء وحسبه *** فتؤجر، أم تسلو سلو البهائم؟
‘বিপদের প্রতিদান চেয়ে যদি সবর করো, তবে তোমাকে সাওয়াব দেওয়া হবে। অন্যথায় (বিপদ কেটে যাওয়ার পর) চতুষ্পদ জন্তুদের মতো সান্ত্বনা লাভ করা ছাড়া কিছুই পাবে না তুমি।’
وما توفيقى الا بالله عليه توكلت وهو رب العرش العظيم والصلاة والسلام على رسوله الامين 🍁
লেখকঃ আকতার আহমদ শাহিদী।
বিশিষ্ট লেখক গবেষক
সিনিয়র শিক্ষক:পাঠানটুলী সিটি কর্পোরেশন বালক উচ্চ বিদ্যালয়,চট্টগ্রাম
প্রধান পরীক্ষক : চট্টগ্রাম শিক্ষা বোর্ড
জেলা মাস্টার ট্রেইনার চট্টগ্রাম