বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০২:০৭ পূর্বাহ্ন

বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসার এমপিওভুক্ত শিক্ষকগণের ইনকাম টেক্স

নিজস্ব প্রতিবেদক : / ২২৩ Time View
Update : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০২:০৭ পূর্বাহ্ন

বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসার এমপিওভুক্ত শিক্ষকগণের ইনকাম টেক্স/ আয়কর সংক্রান্ত নির্দেশনা 

০১/ ন্যূনতম আয়কর ৩০০০টাকা (সিটি করপোরেশনের বাইরে)। ঢাকার ২টি ও চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকায় ন্যূনতম আয়কর ৫০০০টাকা। অন্যান্য সিটি করপোরেশন এলাকায় ন্যূনতম আয়কর ৪০০০টাকা।

০২/ আয়বর্ষ জুলাই ২০২৩ থেকে জুন ২০২৪ পর্যন্ত। উক্ত সময়ের আয় অনুযায়ি আয়কর নির্ধারিত হবে।

০৩/ আয়করবর্ষ ২০২৪-২০২৫

০৪/ করযোগ্য আয়: ইনক্রিমেন্টসহ জুলাই ২০২৩ থেকে জুন ২০২৪ পর্যন্ত বেতন, ২টি ঈদ বোনাস ও ৫% বিশেষ সুবিধা। এই ৩খাতের মোট আয়ের উপর-ই আয়কর দেয়া না দেয়া নির্ভর করে। (শিক্ষকতা ব্যতিত অন্য কোন আয় থাকলে তাও যোগ করতে হবে)

০৫/ করঅযোগ্য আয়: সরকারি বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, বৈশাখী ভাতা ও প্রতিষ্ঠান প্রদত্ত বাড়ি ভাড়া। (যদি প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত হন)।

০৬/ কর রেয়াত: সরকারি ও প্রতিষ্ঠানের ভবিষ্যৎ তহবিল।

০৭/ পুরুষের ক্ষেত্রে: বার্ষিক ৩৫০০০০ (তিন লক্ষ পঞ্চাশ হাজার) টাকা আয় পর্যন্ত আয়কর দিতে হবে না। বার্ষিক আয় ৩৫০০০১ (তিন লক্ষ পঞ্চাশ হাজার এক) টাকা বা এর অধিক হলে আয়কর দিতে হবে।

০৮/ মহিলার ক্ষেত্রে: বার্ষিক ৪০০০০০ (চার লক্ষ) টাকা আয় পর্যন্ত আয়কর দিতে হবে না। বার্ষিক আয় ৪০০০০১ (চার লক্ষ এক) টাকা বা এর অধিক হলে আয়কর দিতে হবে।

০৯/ ১৬ হাজার-এর কম বেতন স্কেলধারী শিক্ষক-কর্মচারীগণকে আয়কর জমা বা আয়কর রিটার্ন দাখিল করতে হবে না (যদি অন্য আয় না থাকে)।

১০/ পুরুষের ক্ষেত্রে: ১৬০০০ থেকে ২৬৬৩০, স্কেলধারী শিক্ষকগণকে আয়কর জমা দিতে হবে না (যদি অন্য আয় না থাকে)। তবে উক্ত রেঞ্জের মধ্যে স্কেলধারী শিক্ষকগণকে রিটার্ন জমা দিতে হবে। ২৬৭৬০ (উক্ত স্কেলে বার্ষিক মোট বেতন, বোনাস ও বিশেষ সুবিধা ৩৫০৫৫৬) থেকে উপরের স্কেলে কর্মরতদের আয়কর জমা দিতে হবে।

১১/ মহিলার ক্ষেত্রে: ১৬০০০ থেকে ৩০৪৫০, স্কেলধারী শিক্ষকগণকে আয়কর জমা দিতে হবে না (যদি অন্য আয় না থাকে)। তবে উক্ত রেঞ্জের মধ্যে স্কেলধারী শিক্ষকগণকে রিটার্ন জমা দিতে হবে। ৩০৮৪০ (উক্ত স্কেলে বার্ষিক মোট বেতন, বোনাস ও বিশেষ সুবিধা ৪০৪০০৪) থেকে উপরের স্কেলে কর্মরতদের আয়কর জমা দিতে হবে।

১২/ শিক্ষকতা পেশা ব্যতিত অন্য আয়/ সঞ্চয় থাকলেও মোট হিসাবের উপর আয়কর দিতে হবে।

১৩/ আয়কর ও রিটার্ন জমার সর্বশেষ তারিখ-৩০.১১.২০২৪

 

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!
error: Content is protected !!