বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৫:০৯ পূর্বাহ্ন
৭ নভেম্বর সরকারি ছুটি পুনর্বহাল করে জাতীয় দিবস হিসেবে পালন করতে হবে
এডভোকেট অধ্যক্ষ সেলিম ভূইয়া
শিক্ষক সমাজের অধিকার আদায়ের কণর্ধার, অবিসংবাদিত মহান শিক্ষক নেতা, শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সভাপতি,বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, আগামীর শিক্ষামন্ত্রী, দেশনায়ক তারেক জিয়ার প্রিয় আস্থাভাজন,হোমনা মেঘনার মাটি ও মানুষের হৃদয়ের স্পন্দন,বিএনপির জাতীয় নির্বাহী কমিটির গণশিক্ষা বিষয়ক সম্পাদক, কারা নির্যাতিত মজলুম জননেতা ও শিক্ষক নেতা জনাব এডভোকেট অধ্যক্ষ সেলিম ভূইয়া স্যার বলেন ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস। এ দিন বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন হয়। তাই এই দিনকে নতুন প্রজন্মের সামনে নিয়ে আসতে হবে। ৭ নভেম্বর সরকারি ছুটি পুনর্বহাল করে জাতীয় দিবস হিসেবে পালন করতে হবে। ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস জাতির ঐক্যের দিন। এই চেতনাকে আবার পুনঃস্থাপিত করতে হবে। আওয়ামীলীগ বিগত ১৭ বছর নতুন প্রজন্মকে ৭ নভেম্বর সম্পর্কে জানতে দেয়নি এখন সুযোগ এসেছে, শহীদ জিয়া ও বিপ্লব সংহতি দিবস সম্বন্ধে জানাতে হবে। তারা বিপ্লব ও সংহতি দিবসকে ইতিহাস থেকে মুছলেও মানুষের মন থেকে মুছতে পারেনি।
শিক্ষক কর্মচারী ঐক্যজোটের অতিরিক্ত মহাসচিব মোঃ জাকির হোসেন স্যার বলেন ৭ নভেম্বর একটি সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের সূচনা হয়। শহীদ জিয়াউর রহমানের নেতৃত্বে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন হয়, মুক্ত অর্থনীতি, মুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠা হয়। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে ৭ নভেম্বর অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই দিনে বাংলাদেশ আধিপত্যবাদ থেকে বেরিয়ে এসেছিল। তাই এই দিনটিকে নতুন প্রজন্মের সামনে নিয়ে আসতে হবে। ৭ নভেম্বর সরকারি ছুটি পুর্নবহাল করতে হবে।