বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ০৭:০০ অপরাহ্ন
কুড়িগ্রামের রাজারহাটে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ডের দাবীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(১২মার্চ) সকাল ১১টায় রাজারহাট সোনালী ব্যাংক চত্বর এলাকায় রাজারহাট উপজেলাবাসীর আয়োজনে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ডের দাবীতে এবং দেশীব্যাপী আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করে রাজারহাট বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে সোনালী ব্যাংক চত্বরে মানববন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন সোহানুর রহমান শামীম, আরিফুল ইসলাম, রাজু আহম্মেদ, শেখ মাহমুদ, মামুন, আব্দুল হালিম ও রাশেদুল ইসলাম প্রমূখ। বক্তারা ইসলামী শরিয়াহ্ আইনে ধর্ষকের মৃত্যুদন্ড দাবী করেন সরকারের কাছে।
।