১. জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের প্রথম ধাপের খসড়া তালিকা প্রকাশ; শহীদ ৮৫৮, আহত ১১ হাজার ৫৫১।
২. গণঅভ্যুত্থানে নিহত অনেককে 'বেওয়ারিশ' হিসেবে দাফন, পরিচয় শনাক্তের চেষ্টা কম।
এবার একটু পেছনে ফেরা যাক।
১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে কত লোক শহীদ হয়েছেন—সে বিষয়ে স্বাধীনতার ৫৩ বছরেও রাজনৈতিক ঐকমত্য গড়ে ওঠেনি। বইপত্র ও বিভিন্ন গবেষণা প্রতিবেদনে ৩০ লাখ শহীদের কথা বলা হলেও কোনো কোনো রাজনৈতিক দল ও গোষ্ঠী এই সংখ্যাটিকে অতিরঞ্জিত বলে মনে করে। কেউ কেউ বলার চেষ্টা করেন, সংখ্যাটি ৩০ লাখ নয়, তিন লাখ! কেননা দেশ স্বাধীন হওয়ার পরপর বঙ্গবন্ধু গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিন লাখকে তিন মিলিয়ন (৩০ লাখ) বলে ফেলেছিলেন। এটি মূলত তার 'স্লিপ অব টাং'।