হে আল্লাহ!
আমি জানি না কিভাবে ডাকলে আমার ডাকে সাড়া দিবেন। আমি জানি না কিভাবে চাইলে আমার চাওয়া আপনি পুরন করবেন। আমি জানি না কিভাবে হাত উঠালে আমার হাত আপনি ভরে দিবেন। আমি জানি না কিভাবে দোয়া করলে আমার দোয়া গুলো আপনি কবুল করবেন। কিন্তু আপনার গুনাহগার বান্দার অন্তরের খবর জানেন। ইয়া রব আপনি তো আমার অন্তরটা দেখেন আপনি তো বলেছেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড় দিবো। তোমরা আমার কাছে চাও আমি তোমাদের চাওয়া পূরণ করবো। আপনি তো বলেছেন আপনি খালি হাত ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন। আমি আপনার অযোগ্য বান্দা সত্বেও আপনি আমাকে যোগ্যতার বাইরে অনেক কিছু দান করেছেন। আমি এবারও বিশ্বাস করি আপনি আমাকে নিরাশ করবেন না। আমি জানি আমি ছাড়া আপনার অনেক উত্তম বান্দা আছে। কিন্তু আপনি ছাড় আর কেউ নেই আমার আবদার করার মতো, ডাকার মতো চাওয়ার মতো। ইয়া রব। আমি দুর্বল আমার ধৈর্যের পরীক্ষা নিবেন না। আমি তার উপযুক্ত নই আমার। পরীক্ষা সহজ করে দিন। আপনি আমার ডাকে সাড়া দিন। আমার চাওয়া পুরন করুন। ইয়া মালিক। আমার খালি হাত আপনার রহমত দিয়ে পূর্ণ করে দিন আল্লাহ।