বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৫:২৪ পূর্বাহ্ন

নাম্বার সেভ না করেও হোয়াটসঅ্যাপে মেসেজ দেওয়া সম্ভব

নাজমুদ্দীন মোঃ তাওহীদ। / ৭৫ Time View
Update : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৫:২৪ পূর্বাহ্ন

নাম্বার সেভ না করেও হোয়াটসঅ্যাপে মেসেজ দেওয়া সম্ভব

হোয়াটসঅ্যাপে সাধারণত চ্যাট করার জন্য মোবাইল নাম্বার সেভ করতেই হয়। তবে এমন কিছু উপায় আছে, যেগুলো ব্যবহার করে নাম্বার সেভ না করেও হোয়াটসঅ্যাপে মেসেজ দেওয়া সম্ভব। চলুন জেনে নেওয়া যাক-

১. হোয়াটসঅ্যাপের বিল্ট-ইন ফিচার ব্যবহার করে
যার নাম্বারে মেসেজ পাঠাতে চান, তার নাম্বারটি কপি করুন।
হোয়াটসঅ্যাপ ওপেন করে New Chat বাটনে ট্যাপ করুন।
কপি করা নাম্বারটি পেস্ট করে হিট বাটনে ক্লিক করুন।
যদি সেই ব্যক্তি হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন, তাহলে চ্যাট শুরু করতে পারবেন।

২. হোয়াটসঅ্যাপ লিংক ব্যবহার করে
ফোনের ব্রাউজারে যান এবং এই লিংকটি খুলুন: https://api.whatsapp.com/send?phone=xxxxxxxxxx
এখানে xxxxxxxxxx-এর জায়গায় দেশের কোড (যেমন: বাংলাদেশে জন্য +৮৮) এবং ফোন নম্বর লিখুন। এরপর Continue to Chat-এ ক্লিক করুন। হোয়াটসঅ্যাপ স্বয়ংক্রিয়ভাবে চ্যাট উইন্ডোতে রি-ডাইরেক্ট করবে।

৩. ট্রুকলার অ্যাপের মাধ্যমে
ট্রকলার অ্যাপ ওপেন করে সংশ্লিষ্ট নম্বরটি সার্চ করুন। স্ক্রল করে হোয়াটসঅ্যাপ বাটনে ট্যাপ করুন। হোয়াটসঅ্যাপ চ্যাট উইন্ডো ওপেন হবে, যেখানে আপনি মেসেজ পাঠাতে পারবেন।

৪. গুগল অ্যাসিস্ট্যান্ট ব্যবহার করে
ফোনের সেটিংসে Google Assistant চালু করুন। বলুন, “Send a WhatsApp Message to [নম্বর]”। এরপর মেসেজটি বলুন। গুগল অ্যাসিস্ট্যান্ট সেই মেসেজটি পাঠিয়ে দেবে।

৫. সিরি শর্টকাট (আইফোন ইউজারদের জন্য)
Siri Shortcut অ্যাপ ওপেন করে সেটিংসে Allow Untrusted Shortcut চালু করুন। WhatsApp to Non-Contact শর্টকাট ডাউনলোড করুন। শর্টকাট চালু করে ফোন নম্বর এন্টার করুন। একটি WhatsApp চ্যাট উইন্ডোতে রি-ডাইরেক্ট হয়ে মেসেজ পাঠাতে পারবেন।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!
error: Content is protected !!