বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৫:০৫ পূর্বাহ্ন
৩১ দফা প্রস্তাব সারা দেশে প্রচার করছে বিএনপি। লিফলেট, বুকলেটসহ সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন শ্রেণিপেশার মানুষের কাছে প্রস্তাবগুলো তুলে ধরা হচ্ছে। এ জন্য ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে।
শিক্ষক সমাজের অধিকার আদায়ের কণর্ধার, অবিসংবাদিত মহান শিক্ষক নেতা, শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সভাপতি,বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, আগামীর শিক্ষামন্ত্রী,*দেশনায়ক তারেক জিয়ার প্রিয় আস্থাভাজন,হোমনা মেঘনার মাটি ও মানুষের হৃদয়ের স্পন্দন,বিএনপির জাতীয় নির্বাহী কমিটির গণশিক্ষা বিষয়ক সম্পাদক, কারা নির্যাতিত মজলুম জননেতা ও শিক্ষক নেতা জনাব এডভোকেট অধ্যক্ষ সেলিম ভূইয়া স্যার বলেন তারেক রহমান বিশ্বাস করেন এই রাষ্ট্রের মালিক জনগণ। সুতরাং জনগণের অংশগ্রহণ ও মতামতের ভিত্তিতেই আগামী দিনে বিএনপি সব কার্যক্রম গ্রহণ করবে। বিএনপি ঘোষিত ৩১ দফা সংস্কার প্রস্তাবে আরো সংযোজন, বিয়োজন ও পুনর্বিন্যাসের মাধ্যমে এবারের এই রাষ্ট্র সংস্কার প্রস্তাব আনা হয়েছে। সাধারণ মানুষের কাছে লিফলেট আকারে, মহিলাদের জন্য আলাদা করে এবং ডিপ্লোমেটদের জন্য বুকলেট তৈরি করে সরবরাহ করা হবে।