বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ১১:০৩ অপরাহ্ন
চন্দনাইশ পৌরসভার অন্তর্গত ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জোয়ারা ইসলামিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার শিক্ষক খানহাট বাজার মসজিদের ইমাম জামায়াতে ইসলামী চন্দনাইশ পৌরসভা সদস্য ক্বারী মাওলানা নুরুল আমিন প্রকাশ ক্বারী সাহেব হুজুর নামে পরিচিত আজ সকাল ৬:৩০ মিনিটে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাহাঁর বয়স হয়েছিল ৫৮বছর। তিনি স্ত্রী,৩ ছেলে, ২ মেয়ে,নাতি নাতনি আত্মীয়-স্বজন সহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। ১৩ ডিসেম্বর (শুক্রবার) সকাল ১১ টা ৩০ মিনিটের সময় জোয়ারা ইসলামিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার মাঠে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাকে বাঁশখালী উপজেলা ছনুয়া ১নং ওয়ার্ড বাচা মিয়া পাড়া নিজ গ্রামে নিয়ে যাওয়া হয়।
শোক প্রকাশ:-অধ্যক্ষ আজগর চৌধুরী,মোঃ ইউনুছ, কাজী কুতুব উদ্দীন,আব্দুল মাবুদ চৌধুরী শোক প্রকাশ করেন শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।