বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ০৬:৫৮ অপরাহ্ন
বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলা কর্তৃক আয়োজিত সর্বস্তরের দায়িত্বশীল সমাবেশে চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ – সাতকানিয়া আংশিক) সংসদীয় এলাকার জন্য বিশিষ্ট চক্ষু রোগ বিশেষজ্ঞ ও সার্জন, শেভরন আই হসপিটাল এন্ড রিচার্চ সেন্টার চট্টগ্রাম এর পরিচালক জনাব ডাক্তার শাহাদাত হোসাইনকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী ঘোষণা করা হয়।
উত্তর সাতকানিয়া সাংগঠনিক থানার সেক্রেটারি জনাব মুহাম্মদ ইলিয়াছ এর সঞ্চালনায় ও বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলার সম্মানিত আমীর জনাব আনোয়ারুল আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত দায়িত্বশীল সমাবেশে দারস পেশ করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম দক্ষিণ জেলার প্রশিক্ষণ সম্পাদক জনাব আমিরুল ইসলাম।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য জনাব অধ্যাপক আহসান উল্লাহ্, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম অঞ্চল টীম সদস্য জনাব জাফর সাদেক, দক্ষিণ জেলার সেক্রেটারি জনাব অধ্যক্ষ বদরুল হক, দক্ষিণ জেলার শুরা সদস্য জনাব ডাক্তার আব্দুল জলিল, দক্ষিণ জেলা শুরা সদস্য জনাব মাওলানা আইয়ুব আলী, দক্ষিণ জেলার সাবেক কর্মপরিষদ সদস্য জনাব মুহাম্মদ সাইফুদ্দীন, চন্দনাইশ উপজেলা আমীর জনাব মাওলানা কুতুব উদ্দীন, উত্তর সাতকানিয়া সাংগঠনিক থানার আমীর জনাব মাস্টার সিরাজুল ইসলাম, চন্দনাইশ উপজেলা সেক্রেটারি জনাব কাজী আহসান সাদেক পারভেজ, চট্টগ্রাম মহানগরীর রুকন জনাব মাস্টার নুরুল হুদা, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি জনাব আসিফ উল্লাহ্ আরমানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।