রবিবার, ০৬ এপ্রিল ২০২৫, ০৮:৪৯ অপরাহ্ন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল সনদ উত্তোলনের প্রক্রিয়া

নাজমুদ্দীন মোঃ তাওহীদ। / ২৪ Time View
Update : রবিবার, ০৬ এপ্রিল ২০২৫, ০৮:৪৯ অপরাহ্ন

✅ #জাতীয়_বিশ্ববিদ্যালয়ের_মূল সনদ উত্তোলনের প্রক্রিয়া সম্পর্কে জেনে নিনঃ
অনলাইনে আবেদনের জন্য নিচের নির্দেশনা অনুসরণ করতে হবে 👇
✅ ১. মূল সনদ প্রাপ্তির জন্য যথাযথভাবে আবেদন ফরমটি পূরণ করতে হবে। আবেদন ফরম বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।
✅ ২. ২০০১ সালের পূর্বে উত্তীর্ণ শিক্ষার্থীদের রেজিঃ কার্ড, প্রবেশপত্র ও সাময়িক সনদের স্ক্যানকৃত ফাইল (PDF) আবেদনের সাথে সংযুক্ত করতে হবে। তবে ২০০১ সাল বা এর পরে উত্তীর্ণ শিক্ষার্থীদের শুধু সাময়িক সনদের স্ক্যানকৃত ফাইল (PDF) সংযুক্ত করলেই চলবে। আবেদনকারীকে তার ছবি স্ক্যান করে সংযুক্ত করতে হবে।
✅ ৩. আবেদনকারীর নিজস্ব মোবাইল নম্বর ও ই-মেইল অ্যাড্রেস ব্যবহার করতে হবে।
✅ ৪. প্রতিটি মূল সনদের জন্য পৃথক পৃথক আবেদন করতে হবে (যদি জাতীয় বিশ্ববিদ্যায়ের অধীনে একাধিক ডিগ্রি সম্পন্ন করে থাকেন)।
✅ ৫. আবেদনের ফির পে-স্লিপ ডাউনলোড করে নিকটস্থ সোনালী ব্যাংকের যেকোনো শাখায় ফির টাকা জমা দেওয়া যাবে। এ ছাড়া সোনালী ব্যাংকের পেমেন্ট গেটওয়ের অন্তর্ভুক্ত বিভিন্ন কার্ড, মোবাইল ব্যাংকিং অথবা সোনালী ব্যাংকের অনলাইন পেমেন্ট অপশন ব্যবহার করে ফি জমা দেওয়া যাবে। তবে যেভাবেই পেমেন্ট করুন না কেন আবেদনের সময় সফটওয়্যারে উল্লিখিত ট্রানজেকশন আইডি সংরক্ষণ করতে হবে। কারণ মূল সনদ সংগ্রহের সময় এ ট্রানজেকশন আইডি প্রদর্শন করতে হবে।
✅ ৬. আবেদন করার ১৫ দিনের মধ্যে ফি জমা দিতে হবে, না হলে আবেদনটি বাতিল হয়ে যাবে।
✅ ৭. বিশ্ববিদ্যালয়ে এসে সরাসরি কোনো আবেদন করা যাবে না। আবেদন করার জন্য বা আবেদনের হার্ডকপি জমা দেওয়ার জন্য বিশ্ববিদ্যালয়ে আসার কোনো প্রয়োজন নেই।
বিস্তারিত জানতে ওয়েবসাইট: nu.ac.bd
আবেদন করার লিংক: 103.113.200.36/PAMS/ServiceLogin.aspx

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!
error: Content is protected !!