বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ১১:০৭ অপরাহ্ন
চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাজিব হোসেন যোগদান করেছেন।
চন্দনাইশ উপজেলায় নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে নিয়োগ পেয়েছেন মো. রাজিব হোসেন।
শনিবার (২ নভেম্বর) চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মুহাম্মদ আনোয়ার পাশা’র সই করা এক প্রজ্ঞাপনে তাঁকে ইউএনও হিসেবে পদায়ন করা হয়।রোববার (৩ নভেম্বর) সকালে চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাজিব হোসেন যোগদান করেছেন।
এর আগে চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার প্রশাসক হিসেবে কিছুদিন দায়িত্ব পালন করেন তিনি।
মো. রাজিব হোসেন ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার বাসিন্দা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞান বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ২০১৮ সালের ৯ সেপ্টেম্বর ৩৬তম বিসিএস (প্রশাসন) পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সরকারি চাকরিতে যোগদান করেন।