বিষয়: এমপিওভুক্ত মাদ্রাসার শিক্ষক-কর্মচারীগণের বেতন-ভাতা EFT-এর মাধ্যমে প্রদানের লক্ষ্যে তথ্য হালনাগাদ সংক্রান্ত।
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন বেসরাকরি শিক্ষা প্রতিষ্ঠান (মাদ্রাসা) এর এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীগণের এমপিও (বেতন-ভাতার সরকারি অংশ) EFT এর মাধ্যমে প্রেরণের লক্ষ্যে পাইলটিং কার্যক্রম চলমান রয়েছে। শিক্ষক-কর্মচারীগনের এমপিও (বেতন-ভাতার সরকারি অংশ) EFT এর মাধ্যমে প্রদানের লক্ষ্যে নিম্মোক্ত তথ্যাদি আবশ্যিকভাবে হালনাগাদ করা প্রয়োজন। উল্লেখ্য আগামী মার্চ/২০১৫ মাস থেকে যে সকল শিক্ষক-কর্মচারীগণ নতুন এমপিও আবেদন করবেন তারা অবশ্যই নিম্নোক্ত তথ্যাদি হালনাগাদপূর্বক আবেদন করবেন অন্যথায় এমপিও আবেদন বাতিলপূর্বক ফেরত প্রদান করা হবে।
বিবরণ
আবেদনকারীর নাম-বাংলা ও ইংরেজিতে (জাতীয় পরিচয়পত্র অনুসারে)
পিতার নাম- বাংলা ও ইংরেজিতে (জাতীয় পরিচয়পত্র অনুসারে।
মাতার নাম- বাংলা ও ইংরেজিতে (জাতীয় পরিচয়পত্র অনুসারে)
জন্ম তারিখ (জাতীয় পরিচয়পত্র অনুসারে।
জাতীয় পরিচয়পত্র নম্বর
মোবাইল নম্বর (নিজ জাতীয় পরিচয়পত্র দ্বারা নিবন্ধিত।
পদ ও পদবী
বেতন কোড
যোগদানের আরিখ
ব্যাংকের তথ্যাদি। ব্যাংকের নাম, ব্যাংক হিসাবের নাম, ব্যাংক একাউন্ট নম্বর, রাউটিং নম্বর)
এমতাবস্থায়, উক্ত তথ্যাদি হালনাগাদপূর্বক নতুন এমপিও আবেদন অধিদপ্তরের মেমিস সার্ভারে প্রেরণের জন্য অনুরোধ করা হলো।
।
।