বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ১১:০০ অপরাহ্ন

এমপিও কপিতে বিভিন্ন ধরনের সংশোধনী

নাজমুদ্দীন মোঃ তাওহীদ। / ১৭৫ Time View
Update : বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ১১:০০ অপরাহ্ন

এমপিও কপিতে বিভিন্ন ধরনের সংশোধনী এর জন্য নিম্নোক্ত কাগজপত্র সংগ্রহ করুন।

১. প্রতিষ্ঠান প্রধানের ফরওয়াডিং (সভাপতি ও প্রতিষ্ঠান প্রধানের মোবাইল নম্বরসহ স্বাক্ষর ও সীল)।
২. ক) ব্যাংক হিসাব নম্বর সংশোধনীর জন্য ব্যাংকের প্রত্যয়ন পত্র ও ব্যাংক স্ট্যাটমেন্ট।
খ) নাম ও জন্ম তারিখ সংশোধনীর জন্য ভোটার আইডি।
৩. নিয়োগপত্র।
৪. শেষ নবায়ন।
৫. বোর্ড কতৃক বর্তমান কমিটির অনুমোদনের কাগজ।
৬. কমিটি কর্তৃক গৃহীত সিন্ধান্ত সংশোধনী রেজুলেশন।
৭. Filled up correction form
৮. এস.এস.সি মূল সনদ।
৯. এইচ.এস.সি মূল সনদ।
১০. ডিগ্রী/অনার্স/ফাজিল মূল সনদ ও নম্বর পত্র।
১২. মাস্টার্স মূল সনদ ও নম্বর পত্র।

১১. অন্যান্য সনদ মূল, যেমন- হিন্দুধর্ম, কম্পিউটার, বি.এড. বিপি.এড ইত্যাদি।

১২. NTRCA সনদ(প্রযোজ্য ক্ষেত্রে)/অভিজ্ঞতার প্রত্যয়ন পত্র।

১৩. যোগদান পত্র।

১৪. শিক্ষক স্বাক্ষরিত শিক্ষক বিবরণী (সভাপতি ও প্রতিষ্ঠান প্রধানের স্বাক্ষর)।

১৫. ১ম স্বীকৃতি, বিজ্ঞান, কৃষি, কম্পিউটার, ডাবল সিফ্ট, শাখা, বিষয় খোলার মূল কাগজ,
১৬. ক) প্রতিষ্ঠানের ১ম এম.পি.ও কপি, খ)আবেদনকারীর প্রথম এমপিও কপি, গ) আবেদনকারীর টাইম স্কেল এমপিও কপি (যদি থাকে), ঘ) প্রতিষ্ঠানের শেষ এমপিও কপি ঙ) শেষ বিলের কপি।
বিঃ দ্রঃ সকল কাগজপত্র মূল স্কেন করে আপলোড করতে হবে।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!
error: Content is protected !!