বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ১১:০২ অপরাহ্ন
এমপিওভুক্ত শিক্ষকদের আইবাস ডাবল প্লাস সফটওয়্যারে ইলেকট্রনিক্স ফান্ড ট্রান্সফারে (ইএফটি) বেতন-ভাতা দেওয়ার কার্যক্রম উদ্বোধন করেছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। এতে বছরের প্রথমদিনে ইনডেক্সধারী শিক্ষকরা বেতন পেলেন। এখন থেকে প্রতি মাসের ১ তারিখে বেতনের এমপিও’র অংশ ঝামেলামুক্তভাবে পেয়ে যাবেন শিক্ষকরা। গতকাল মিডিয়ায় এই সংবাদটি ভাইরাল হলেও খোঁজ নিয়ে দেখা যায় চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় অধিকাংশ শিক্ষক বেতন পায়নি বরং শিক্ষকদের মধ্যে একধরণর বৈষম্য টেনশন সৃষ্টি হয়েছে। এমপিওতে সবাই একযোগে বেতন পেতেন এখন কেউ পেয়েছেন কেউ জানেননা কখন পাবেন আদৌ পাবেন কিনা?
চন্দনাইশ উপজেলা সদরস্থ কাসেম মাহাবুব উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নাজমুদ্দীন মোঃ তাওহীদ স্যার অভিযোগ করেন আমার সিনিয়র জুনিয়র অনেক সহকর্মী পেলেন আমি কেন বঞ্চিত হলাম?অফিস আমার সকল তথ্য সঠিক আছে।
প্রতিষ্ঠান মা.শি অফিস, ব্যাংক সহ অনেকে জানান সবার আসবে একটু আগে পরে।
বঞ্চিত শিক্ষকদের প্রশ্ন আগে পরে কীসের ভিত্তিতে হচ্ছে সিনিয়র জুনিয়র পেয়ছে আমি কেন পেলাম না?
এই প্রশ্নের কেউ দিতে পারেনি।
ইএফটি নিয়ে ফেসবুকে ট্রল