বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ১০:৫০ অপরাহ্ন
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারিদের ডাটা ভেরিফিকেশনে উত্তীর্ণদের ১ম লটে এমপিওর অর্থ ইএফটি তে প্রেরণ করা হয়েছে। যাচাই বাছাই শেষে ২য় লটাররী শীগ্রই প্রেরণ করা হবে। তারপর তথ্যে সমস্যার জন্য যাদের অর্থ প্রেরণ করা হবে না তদেরকে তথ্য আপডেট করার সূযোগ দেয়া হবে এবং যাচাই-বাছাই শেষে তাদের অর্থ প্রেরণ করা হবে। প্রতিষ্ঠান প্রধানের প্যানেলে ইএফটি তে অর্থ প্রেরণের তথ্য দেখা যাবে।
সুত্রঃ EMIS
.