বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ০৬:৫১ অপরাহ্ন

আসন্ন ঈদুল ফিতরের পূর্বেই পুর্নাঙ্গ উৎসব ভাতা প্রদান করুন- বাকশিস

নাজমুদ্দীন মোঃ তাওহীদ। / ২৬৩ Time View
Update : বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ০৬:৫১ অপরাহ্ন

বাকশিস চট্টগ্রাম জেলা ও মহানগর শাখার যৌথ সভার দাবি :

আসন্ন ঈদুল ফিতরের পূর্বেই পুর্নাঙ্গ উৎসব ভাতা প্রদান করুন।

বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি -বাকশিস চট্টগ্রাম জেলা শাখা ও মহানগর শাখার যৌথ সভা গতকাল বিকেলে ওমরগণি এম.ই.এস কলেজ শিক্ষক মিলনায়তনে চট্টগ্রাম জেলা বাকশিস সভাপতি অধ্যক্ষ সমীর কান্তি দাশ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভার শুরুতে বাকশিস চট্টগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ জসীম উদ্দীন গত ৮ জুন বাকশিস চট্টগ্রাম জেলা শাখা ও মহানগর শাখার সফল বিশাল সম্মেলন অনুষ্ঠান এবং দেশের রাজনৈতিক পটপরিবর্তনের প্রেক্ষিতে শিক্ষা প্রতিষ্ঠানে নানা সমস্যা সহ সাংগঠনিক বিষয়ে রিপোর্ট পেশ করেন।
সভায় বক্তারা আসন্ন ঈদুল ফিতরের পূর্বেই পূর্নাঙ্গ উৎসব বোনাস প্রদানের জন্য অন্তবর্তীকালীন সরকারের নিকট জোর দাবি জানান।

সভায় বক্তারা সুনির্দিষ্ট জাতীয় নীতিমালার ভিত্তিতে শিক্ষাব্যবস্থা জাতীয়করণের লক্ষে সরকারি শিক্ষকদের অনুরূপ বাড়িভাড়া, মেডিকেল ভাতা, পূর্নাঙ্গ উৎসব ভাতা, পূর্নাঙ্গ পেনশন প্রদান, জ্যেষ্ঠ প্রভাষক পরিবর্তন করে পূর্বের সহকারী অধ্যাপক পদবি বহাল রাখা, সহযোগী অধ্যাপক ও অধ্যাপক পদ সৃষ্টি, বেসরকারি কলেজে সার্বজনীন বদলী নীতিমালা চালু করা, অনার্স ও মাস্টার্স শিক্ষকদের সহ নন এমপিও শিক্ষকদের এমপিও প্রদান, জাতীয় বিশ্ববিদ্যালয়, শিক্ষা বোর্ড ও শিক্ষা অধিদপ্তরে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের প্রেষণে নিয়োগদান সহ সংগঠনের ১২ দফা দাবি মেনে নেয়ার জন্য অন্তবর্তীকালীন সরকারের নিকট আহবান জানান। অন্যতায় ঈদুল ফিতরের পর ঐক্যবদ্ধ শিক্ষক আন্দোলন গড়ে তোলার জন্য সকল সংগঠনের প্রতি আহবান জানানো হয়েছে।
সভার শুরুতে সাবেক মন্ত্রী ও বর্ষীয়ান রাজনীতিবিদ জনাব আবদুল্লাহ আল নোমান, হাজেরা – তজু কলেজের উপাধ্যক্ষ এস এম আইয়ুব সহ যে সকল জাতীয় ও স্থানীয় পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং শিক্ষকরা মৃত্যুবরন করেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করে শোক প্রস্তাব গ্রহণ করা হয়েছে।
সভায় বাকশিস চট্টগ্রাম জেলা শাখা ও মহানগর শাখার সম্মেলন প্রস্তুতি পর্ষদ ২০২৪ এর আহবায়ক ও সাবেক চট্টগ্রাম জেলা সাধারণ সম্পাদক অধ্যাপক মো. আবু তাহের চৌধুরী কর্তৃক উত্থাপিত বিগত সম্মেলন সহ ২০২৪ সালের নিরীক্ষিত প্রাপ্তি ও প্রদান বিশেষ হিসাব অনুমোদন করা হয়েছে।
সভায় অপর এক প্রস্তাবে আগামী ১৫ মার্চ সংগঠনের উদ্যোগে শিক্ষক সংবর্ধনা অনুষ্ঠানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
সভায় দেশের পরিবর্তিত পরিস্থিতিতে বিভিন্ন কলেজে কর্মরত শিক্ষকদের যে কোন ধরনের সমস্যা দ্রুততম সময়ে সাংগঠনিকভাবে মোকাবিলা করে শিক্ষকদের মর্যাদা রক্ষার জন্য বাকশিস অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাকশিস চট্টগ্রাম জেলা প্রাক্তন সভাপতি অধ্যক্ষ দবির উদ্দিন খান, চট্টগ্রাম মহানগর সভাপতি অধ্যক্ষ আ. ন. ম সরওয়ার আলম, অধ্যক্ষ নুরুল আলম, অধ্যাপক মো. ইউনুস মিয়া, অধ্যাপক এস এম তৈয়ব, অধ্যাপক সুনীল কুমার শীল, অধ্যাপক মো. নুরুল আমিন, অধ্যাপক আবু নইম ইব্রাহিম চৌধুরী, অধ্যাপক বিকিরণ বড়ুয়া, অধ্যক্ষ জামাল উদ্দিন, অধ্যাপক জহুরুল হক, অধ্যাপক এস এম রাশেদ, অধ্যাপক মিল্টন কুমার নাথ, অধ্যাপক বি ইউ এম এমরান চৌধুরী, অধ্যাপক আবচার উদ্দিন প্রমুখ।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!
error: Content is protected !!