রবিবার, ০৬ এপ্রিল ২০২৫, ০৯:৩০ অপরাহ্ন
শিক্ষক সমাজের অধিকার আদায়ের কণর্ধার, অবিসংবাদিত মহান শিক্ষক নেতা, শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সভাপতি,বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, আগামীর শিক্ষামন্ত্রী,*দেশনায়ক তারেক জিয়ার প্রিয় আস্থাভাজন,হোমনা মেঘনার মাটি ও মানুষের হৃদয়ের স্পন্দন,বিএনপির জাতীয় নির্বাহী কমিটির গণশিক্ষা বিষয়ক সম্পাদক, কারা নির্যাতিত মজলুম জননেতা ও শিক্ষক নেতা জনাব এডভোকেট অধ্যক্ষ সেলিম ভূইয়া স্যার হঠাৎ শারীরিক ভাবে অসুস্থ হয়ে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে (পিজি হাসপাতাল) প্রফেসর ডাক্তার মোঃ শামীম আহমেদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন। সবাই স্যারের জন্য দোয়া করবেন।
আয়েশা (রা.) বলেন, রাসুলুল্লাহ (সা.) কোনো স্ত্রীর জন্য দোয়া করলেন, ডান হাতে তাকে স্পর্শ করে বললেন-
الهم رَبَّ النَّاسِ، أَذْهِبِ الْبَأْسَ، اشْفِ أَنْتَ الشَّافِي، لَا شِفَاءَ إِلَّا شِفَاؤُكَ، شِفَاءٌ لا يُغَادِرُ سَقَمًا
বাংলা উচ্চারণ : আল্লাহুম্মা রাব্বান্নাসি, আজহিবিল বাসি, ইশফি আনতাশ শাফি, লা নিজা ইল্লা শিফাউকা। শিফাআল্লা ইয়ুগাদিরু সাকামা।
বাংলা অর্থ : হে আল্লাহ, হে মানবকুলের মালিক! রোগ-যন্ত্রণা বিলোপ করুন। সুস্থতা দান করুন, আপনিই সুস্থ করার মালিক। আপনি ছাড়া আর কেউ সুস্থ করতে পারে না। এমন সুস্থতা দান করুন, যাতে সামান্য রোগ বাকি না থাকে। (মুসলিম, হাদিস: ২১৯১)
হজরত সাদ বিন আবি ওয়াক্কাস (রা.) বলেন, রাসুলুল্লাহ (সা.) আমাকে দেখতে এসে এই দোয়া পড়লেন-
اللهُمَّ اشْفِ سَعْدًا، اللهُمَّ اشْفِ سَعْدًا
বাংলা উচ্চারণ : আল্লাহুম্মাশ ফি সাদা, আল্লাহুম্মাশ ফি সাদা।
বাংলা অর্থ : হে আল্লাহ, তুমি সাদকে সুস্থ করে দাও, হে আল্লাহ তুমি সাদকে সুস্থ করে দাও। (বুখারি, হাদিস: ৫৬৫৯)