বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ০৬:৫০ অপরাহ্ন
মাসের এক তারিখের মধ্যেই শিক্ষকদের বেতন-ভাতা পরিশোধ করতে হবে। এমপিও শিক্ষক-কর্মচারীদেরকে সরকারি চাকরিজীবীদের মতো একই হারে চিকিৎসা ভাতা, বাড়ি ভাড়া দিতে হবে। একযোগে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণ করতে হবে।
৭২ ঘন্টার মধ্যে আওয়ামী লীগের দোসর শিক্ষা সচিব, যুগ্ম সচিব নুরুজ্জামান কে প্রত্যাহার, পূর্নাঙ্গ উৎসব ভাতা প্রদান,বদলীর প্রজ্ঞাপন জারী, নন এমপিও শিক্ষকদের এমপিও ভুক্ত করার দাবী জানিয়েছেন শিক্ষক কর্মচারী ঐক্য জোটের চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ সেলিম ভূঁইয়া।আজ বাংলাদেশ শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারী ঐক্য ফেডারেশনের সন্মেলন ‘ ২৫ জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে কামরুজ্জামান মিজান এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় ।সম্মেলনে প্রধান অতিথি অধ্যক্ষ মোঃ সেলিম ভূঁইয়া বলেন আওয়ামী লীগ সরকার শিক্ষা ব্যবস্হাকে ধ্বংস করেছে।বর্তমান শিক্ষা সচিব আওয়ামী লীগের সুবিধাভোগী।আওয়ামী লীগের দোসরদের সে পদায়ন করছেন। এখনও মন্ত্রনালয়, অধিদপ্তর চালাচ্ছে আওয়ামী লীগের সুবিধাভোগীরা ঈদের আগেই এমপিও শিক্ষকদের শতভাগ উৎসব ভাতা, সরকারি নিয়মে বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা, বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ এবং শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা প্রশাসনে বহাল তবিয়তে থাকা আওয়ামী দোসর কর্মকর্তাদের প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপির শিক্ষক সংগঠন বাংলাদেশ শিক্ষক-কর্মচারী ঐক্য জোট।বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের চেয়ারম্যান অধ্যক্ষ সেলিম ভুঁইয়ার নেতৃত্বে জাতীয় প্রেসক্লাবের সামনে এই বিক্ষোভ সমাবেশ ও মিছিল করে সংগঠনটি।সমাবেশে অধ্যক্ষ সেলিম ভুঁইয়া বলেন, আওয়ামী লীগের ১৬ বছরে এমপিও শিক্ষকরা বঞ্চিত। আমরা ভেবেছিলাম এই সরকার এমপিওভুক্ত শিক্ষকদের যৌক্তিক দাবির বিষয়গুলো ইতিবাচকভাবে দেখবেন। শিক্ষা সংস্কারে কমিশন গঠন করবেন। কিন্তু তা না করে এই সরকারও শিক্ষকদের বঞ্চিত করে রেখেছেন। শিক্ষা প্রশাসনে গুরুত্বপূর্ণ পদগুলোতে এখনও আওয়ামী লীগের দোসরদের বসিয়ে রেখেছেন। যারা ঘুষ দুর্নীতির মাধ্যমে বদলি-পদায়ন বাণিজ্য করে কোটি কোটি টাকা লুটপাট করছেন।সমাবেশ উপস্থিত ছিলেন— শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের মহাসচিব জাকির হোসেন, যুগ্ম মহাসচিব এএইচএম সায়েদুজ্জামান সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং বিভিন্ন স্কুল কলেজের শত শত শিক্ষক
.